
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে প্রায় ২১ বছর পর সরাসরি ভোটে নেতৃত্ব বেছে নিতে অনুষ্ঠিত হলো ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল। আজ সোমবার দুপুরে জাতীয় সংগীত, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব)। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
রাকিবুল বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে ছাত্রসমাজের অবস্থান নেওয়া নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্ররাজনীতির নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকলেও, ছাত্রদল সেই ইতিহাস বদলে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।
তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি জানান, প্রতিটি হলে এখনো ১০ থেকে ১৫ জন ছাত্রলীগ কর্মী অবস্থান করছে।
বেলা আড়াইটায় ভোট গ্রহণ শুরু হয় এবং সাড়ে পাঁচটায় শেষ হয়। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এমসি কলেজ ছাত্রদল সূত্রে জানা গেছে, এবার মোট ভোটার ৬৩৯