মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিথানল মিশ্রিত বিষাক্ত মদপানে ১৩ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গত শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে ৬৩ জনকে ভর্তি করা হয়েছে। তবে এই প্রবাসীরা কোন দেশের নাগরিক, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কতৃপক্ষ।
বুধবার (১৩ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ৩১ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং ৫১ জনের জরুরি ডায়ালাইসিস করা হয়েছে। এছাড়া ২১ জন স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন বা গুরুতর দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে আছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষাক্ত দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র, নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ইতোমধ্যে বিষাক্ত মদের উৎস ও সরবরাহকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
জনসাধারণকে সতর্ক করে মন্ত্রণালয় বলেছে, অনিয়ন্ত্রিত অ্যালকোহল পানীয় পান করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। মিথানল বিষক্রিয়ার সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে অবিলম্বে হাসপাতালে যোগাযোগ করতে বা নির্ধারিত হটলাইনে কল করার আহ্বান জানানো হয়েছে।