গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতিতে ফিরতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে যতটুকু পাপ করেছেন, তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। জনগণের কাছে মাফ চেয়ে ভালো হয়ে যান, সাপের মতো ফণা তোলার চেষ্টা করবেন না। জনগণ সেই ফণা ভেঙে দেবে।”
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোর টাউন হল ময়দানে গণঅধিকার পরিষদ যশোর জেলা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নূর বলেন, “ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা বার্তা দিতে চাই—যারা ছোটখাটো অপরাধ করেছেন তাদের আমরা ক্ষমা করব। তবে যারা লুটপাট, গুম-খুন, ভিন্নমত দমন, বিরোধী দলের ওপর হামলা ও নির্যাতন করেছেন, তাদের প্রায়শ্চিত্ত করতেই হবে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে দেশ নরকে পরিণত হবে। তাই আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক, কেউ ছাড় দেবে না।”
তিনি আরও বলেন, মাঝে মাঝে কিছু নেতা নিজেদের ঝুঁকির মুখে ফেলছেন। যদি রাজনীতি করতে চান, বিএনপি, জামায়াত, এনসিপি বা অন্য কোনো দলে যোগ দিন। কিন্তু গণহত্যাকারী দল আওয়ামী লীগের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না।
জুলাই সনদ প্রসঙ্গে নূর বলেন, শুধু আলোচনা হলেও কার্যকর কিছু হয়নি। “জুলাই সনদে জনআকাঙ্ক্ষার প্রতিফলন না হলে গণঅধিকার পরিষদ এতে স্বাক্ষর করবে না। রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে কিছু মত ছাড় দিয়ে হলেও ঐক্যমতে আসতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমান। এতে বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন।