
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যথাসময়ে এই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। সরকারের দিক থেকেও একই ধরনের নির্দেশনা ছিল। এখন আমরা আশা করছি, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, বিএনপি চায় নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হোক। সালাহউদ্দিন আহমদের ভাষায়, “রোডম্যাপ শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে প্রতিফলিত হলে জনগণের আস্থা ফিরে আসবে। আমাদের প্রত্যাশা, এই রোডম্যাপ গণতন্ত্রকে আরও সুসংহত করবে।”