
ফাইল ছবি
নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি রাজনৈতিক দল ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, দু-একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে, কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি। কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না, আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমানতা দূর করতে হবে।
গুম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আগামীতে যেন কেউ গুম না হয় তার জন্য আমরা গণতন্ত্রের সংগ্রাম করে যাচ্ছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, জনগণ যদি আমাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয় তাহলে গুম প্রতিরোধ করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য যা যা করার প্রয়োজন আমরা তাই করবো। তিনি আশ্বাস দেন, আগামীতে এদেশের কোনো নাগরিকের স্বজনকে যেন গুমের বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয়।
অপরাধের জন্য বিগত সরকারের কোনো অনুশোচনা নেই জানিয়ে তিনি বলেন, অপরাধ স্বীকার দূরের কথা, উল্টো জুলাই গণঅভ্যুত্থানকারীদের অপরাধী হিসেবে নামকরণ করছে তারা। তারপরও জনগণ কি তাদের রাজনীতিতে আহ্বান করতে পারবে? মানুষ তাদের কখনো ক্ষমা করতে পারবে? তারা ক্ষমা চায়নি।
আলোচনা সভায় হুম্মাম কাদের চৌধুরী চৌধুরী বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর গুমের শিকার হওয়া দুই-একজনকে ফিরে পেয়েছি। আশা করেছিলাম আরও অনেককে ফিরে পাবো, কিন্তু পাইনি। বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে, তখন তারা অনেক আশা দিয়েছিল। আমাদের বলেছিল-যারা যারা গুম হয়েছে তাদের ফিরিয়ে আনবে। যদি ফিরিয়ে আনতে না পারে তাহলে তাদের তথ্য আমাদের দেবে। তথ্যের পর সরকার বিচার শুরু করবে। এখন পর্যন্ত কিছুই পেলাম না।
‘মায়ের ডাকের’ সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির সঞ্চালনায় আলোচনা সভায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন, জাতিসংঘের আবাসিক অফিসের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, এবি পার্টির নাসরিন সুলতানা মিলি, বিএনপির মাহাদী আমিন, গুম বিষয়ক গবেষক মাহমুদ রাকিব, গুম হওয়া সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান তালুকদার খোকন, মাইকেল চাকমাসহ গুম হওয়া পরিবারের সদস্যরা বক্তব্য দেন।