নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ সমন্বয়ের দিনে টাইগাররা ১৩৬ রানের লক্ষ্য তাড়া করে ফেলেছে অনায়াসেই। লিটন দাস ও সাইফ হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে ৩৯ বল আর ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। কিন্তু বাংলাদেশের পেস আক্রমণের সামনে টিকতে পারেনি তারা। ইনিংসের শুরুতেই ধারাবাহিক উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। নিজের ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। মুস্তাফিজ ও সাইফও তাকে ভালো সঙ্গ দেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ডাচরা থামে ৮ উইকেটে ১৩৬ রানে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলেন। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৯ বলে তুলে নেন অর্ধশতক। তার সঙ্গে সাইফ হাসানও খেলেন দারুণ একটি ইনিংস, যেটি দলকে দ্রুত জয়ের কাছাকাছি নিয়ে যায়। পরে শান্ত ও হৃদয় সহজ ব্যাটিংয়ে ম্যাচ শেষ করে আসেন।
এ জয়ের মাধ্যমে সিরিজে এগিয়ে গেলো টাইগাররা। এখন দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করার সুযোগ থাকবে তাদের সামনে। অন্যদিকে নেদারল্যান্ডস চেষ্টা করবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতায় ফেরার।