
বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও গভীর হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ও চীন সরকারের যৌথ সহযোগিতায় নির্মিত এই সেন্টার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের জন্য চীনে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, চিকিৎসা সহযোগিতার অংশ হিসেবে চীনা দূতাবাস বাংলাদেশি রোগীদের জন্য মেডিকেল ভিসায় সবুজ করিডোর চালু করেছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করেছে। চীনের সব হাসপাতাল এখন বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত।
তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি রোগী চীনে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন।
রাষ্ট্রদূত বলেন, শুধু চিকিৎসা নয়, চিকিৎসা সরঞ্জাম সহায়তায়ও চীন বাংলাদেশের পাশে রয়েছে। অবকাঠামো উন্নয়নে সহযোগিতা হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজে বার্ন ইউনিট নির্মাণ দ্রুত এগোচ্ছে। পাশাপাশি বাংলাদেশে ১,০০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণেও সহায়তা করবে চীন।