
বলিউডের সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে ঘিরে ব্যক্তিগত জীবনের গল্প সবসময়ই বেশি আলোচনায় থেকেছে। ২০১০-এর দশকে শিরোনাম হয়েছিল তাঁর সঙ্গে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রমের বিয়ের গুঞ্জন। তবে সুশমিতা তখনই একে বলেছিলেন “একেবারে আজগুবি” এবং ওয়াসিম আকরামও বিষয়টি স্পষ্ট করে দেন।
গুঞ্জনের সূচনা
২০০৮ সালে রিয়েলিটি শো ‘এক খেলাড়ি এক হসিনা’তে বিচারক হিসেবে একসঙ্গে কাজ করেছিলেন ওয়াসিম আকরাম ও সুস্মিতা সেন। সেখান থেকেই শুরু হয় তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে কানাঘুষা। পরে ২০১৩ সালে একাধিক গণমাধ্যম দাবি করে, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন এই জুটি।
সুস্মিতার প্রতিক্রিয়া
গুঞ্জন ছড়িয়ে পড়তেই সুস্মিতা টুইটারে লিখেছিলেন, “ওয়াসিম আকরামকে নিয়ে আমার বিয়ের খবর একেবারেই আজগুবি! গণমাধ্যম কতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে, এটাই তার প্রমাণ। ওয়াসিম আমার বন্ধু, সবসময়ই তাই থাকবেন। তাঁর জীবনে অসাধারণ একজন নারী আছেন। এ ধরনের গুজব সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অসম্মানজনক। আমার প্রিয় মানুষজন, যেদিন আমি ‘ঠিক মানুষটিকে’ খুঁজে পাব, সেদিন আপনাদের জানাব সবার আগে!”
ওয়াসিম আকরাম কী বলেছিলেন?
ওয়াসিম আকরামও এ খবর নাকচ করে বলেন, “আমি এসব গুজবের জবাব দিতে দিতে ক্লান্ত। সুস্মিতা সেন সবচেয়ে মার্জিত ও ভদ্র মহিলাদের একজন, যাঁদের আমি এখনও পর্যন্ত দেখেছি। বিচারক হিসেবে তাঁর সঙ্গে কাজ করাটা ছিল ভীষণ আনন্দদায়ক।”
আত্মজীবনীতে খোলাখুলি
২০২২ সালে প্রকাশিত নিজের বই ‘সুলতান: এ্যা মেমিয়র’-এ ওয়াসিম আকরাম আবারও এসব গুঞ্জনের সত্যতা অস্বীকার করেন। তিনি লেখেন, “২০০৯ সালে স্ত্রী হুমার মৃত্যুর পর আমাকে নিয়ে নানা অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের খবর ছড়ানো হয়েছিল। সুস্মিতা সেনও তাঁদের একজন ছিলেন। কিন্তু আসল সত্য হলো, তখন আমি কোনো গুরুতর সম্পর্কে জড়াতে মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলাম না।”
আকরামের নতুন জীবন
পরবর্তীতে ২০১৩ সালে ওয়াসিম আকরাম দ্বিতীয় বিয়ে করেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত শানিয়েরা আকরামকে। সেই বিয়ের পর থেকেই সুস্মিতাকে ঘিরে পুরনো গুঞ্জন অনেকটা স্তিমিত হয়ে যায়।
অন্যদিকে, সুস্মিতা সেন নিজের শর্তে ও স্বাধীনতায় জীবন কাটিয়ে যাচ্ছেন। তিনি সবসময়ই থেকেছেন আলোচনায়, কখনো কাজের জন্য, আবার কখনো ব্যক্তিগত জীবনের জন্য।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া