
ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ২১ আগস্ট চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডের ব্যাংককে যান। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরে যান তিনি। ৩০ আগস্ট পৌঁছান সেখানে এবং পূর্বের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিতে শুরু করেন।
৩১ আগস্ট সিঙ্গাপুর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়ও অংশ নেন তিনি। তবে চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত হয় এবং ৩ সেপ্টেম্বর বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার খোঁজ-খবর নিচ্ছেন। এছাড়া ৩ সেপ্টেম্বর বিকেলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তিনি কথা বলেছেন।
নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।