পাবনার রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দুই উপ-সহকারী প্রকৌশলীকে শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে, একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, অপরজনের বেতন কমানো (নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ) হয়েছে।
২০১৯ সালে নির্মাণাধীন প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় ও উত্তোলনের কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গণপূর্ত অধিদপ্তর ও মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বিষয়টি যাচাই করে। তদন্তে দেখা গেছে, মো. শাহীন উদ্দিন ও মো. আলমগীর হোসেন সরাসরি অস্বাভাবিক ব্যয়ের সঙ্গে জড়িত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী এ দুইজনকে যথাযথ শাস্তি দেওয়া হয়েছে।