জিম্বাবুয়ের জন্য বাঁচার লড়াইয়ে শ্রীলঙ্কাকে মাত্র ৮০ রানে গুটিয়ে ৫ উইকেটের জয় তুলে নিলো স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরেছে জিম্বাবুয়ে।
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই জিম্বাবুইয়ান বোলারদের তোপের মুখে পড়েন লঙ্কানরা। মূল ধাক্কাটা দেন সিকান্দার রাজা। অভিজ্ঞ ডানহাতি স্পিনার একাই তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। কামিন্দু মেন্ডিস, লঙ্কান অধিনায়ক চরিত আসালঙ্কা ও শেষদিকে দুশমান্থ চামিরাকে বোল্ড করে শ্রীলঙ্কাকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন। রাজা তার চার ওভারের স্পেলে দেন মাত্র ১১ রান, আর তুলে নেন ৩ উইকেট। এটাই শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের সেরা বোলিং রেকর্ড।
রাজার ঘূর্ণি আর ইভান্সের গতির সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তারা ১৭.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ৮০ রান তুলেই। শুধু যে জিম্বাবুয়ের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন সংগ্রহ তাই নয়, সামগ্রিকভাবে এটি শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন টি–টোয়েন্টি দলীয় স্কোরও বটে।
ব্যাট হাতে লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ রান আসে কামিল মিশারার ব্যাট থেকে, ২০ রান। আসালঙ্কা ও দাসুন শানাকা ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও জিম্বাবুয়ে বিপদে পড়ে। মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তাদিওয়ানাশে মারুমানি ১২ বলে ১৭ রান করে দলকে কিছুটা সহায়তা দেন। এরপর শন উইলিয়ামস ০ এবং সিকান্দার রাজা ২ রানে আউট হলেও রায়ান বার্ল ২২ বলে ২০ এবং তাশিঙ্গা মুসেকিউয়া ১৪ বলে ২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।