
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের মধ্য দিয়েই দেশে স্থিতিশীলতা আসবে। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে- যার মাধ্যমে জাতির আশা–আকাঙ্ক্ষা পূরণ হবে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে বা তারও আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু কিছু মহল নানা ধরনের বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা প্রসঙ্গে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, বড় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে সিদ্ধান্ত নিলে নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হবে। যেসব বিষয়ে ঐকমত্য হবে, তা সংসদের মাধ্যমে বাস্তবায়ন করাই হবে সঠিক পথ।