
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে। এ সময় যেকোনো রকমের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই আহ্বান জানান তিনি।
প্রশ্নবিদ্ধ হয় এমন ছাত্রসংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। জাকসুতে কেবল ছাত্রদলই নয়, স্বতন্ত্রসহ প্রায় সব প্যানেলের প্রার্থীরাই নির্বাচন বর্জন করেছে।
দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যহত করতে চায় বলেও এ সময় আশঙ্কা প্রকাশ করেন তিনি।