
এশিয়া কাপে অভিষেকটা সুখকর হলো না ওমানের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে তারা হেরে গেলো বিশাল ব্যবধানে—৯৩ রানে।
শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে পাকিস্তান। ইনিংসের কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্যাটার মোহাম্মদ হারিস। দীর্ঘদিন রানখরায় ভোগা এই ব্যাটার ৪৩ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। বাংলাদেশের বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক সেঞ্চুরির পর এটিই তার প্রথম ফিফটি। তার ব্যাটেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।
জবাবে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি ওমান। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে মাত্র ১৬.৪ ওভারে ৬৭ রানে গুটিয়ে যায় তারা।
ওমানের হয়ে কলিম ও ফয়সাল বল হাতে কিছুটা লড়াই করার চেষ্টা করেন, নেন ৩টি করে উইকেট। তবে তা বড় ব্যবধান এড়াতে যথেষ্ট ছিল না। পাকিস্তানের বোলারদের মধ্যে ফাহিম, মুকিম ও আইয়ুব প্রত্যেকে ২টি করে উইকেট নেন।