
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) বর্তমান নির্বাচনগুলো এখনও ‘গ্রহণযোগ্য’ বলে স্বীকার করা যায় না।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জেলা কর্মী সমাবেশে জিএম কাদের এ মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন- যেভাবে ডাকসু ও জাকসুতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটিকে কিভাবে একটি জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতার মানদণ্ড হিসেবে ধরা হবে।
জিএম কাদের আরও বলেন, দুঃখজনকভাবে যারাই ফ্যাসিবাদকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, তাদেরই ভাবমূর্তি হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আবির্ভূত হয়েছে। তার এই বক্তব্য সভায় উপস্থিতদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল।
দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সমাবেশে জিএম কাদেরের প্রতি আস্থা ব্যক্ত করে বলেন, “জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি বাংলাদেশকে বাঁচাবে।” তিনি দেশের চলমান রাজনীতিকে এক ‘দুষ্টুচক্র’ হিসেবে আখ্যায়িত করে বলেন, একটি অন্তর্বর্তীকালীন নির্বাচনই সম্ভবত দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।
শামীম পাটোয়ারী আরও জানিয়েছেন, বারবার তাদের পার্টি অফিসে আঘাত করা হলেও তারা উত্তেজনা সৃষ্টির পথে হাঁটবে না। “আমরা কারোর অফিসে আগুন দেব না,” তিনি যোগ করেন।