
ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে হামলা আরও জোরদার করেছে। ধারাবাহিক বোমাবর্ষণে ধ্বংস হচ্ছে ভবন, জাতিসংঘ পরিচালিত স্কুল-আশ্রয়কেন্দ্রও রেহাই পাচ্ছে না। আল জাজিরার খবরে বলা হয়েছে, এসব হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন।
শনিবার শুধু গাজা সিটিতেই এতজন নিহত হওয়ার পর গোটা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়ায় ৬২।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, অবিরাম বোমাবর্ষণে ইতোমধ্যেই ৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা সিটির বাসিন্দারা অবরোধ ও লাগাতার হামলার কারণে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন।
চোখে দেখা সাক্ষীরা জানাচ্ছেন, ইসরায়েলি বাহিনী দ্রুতগতিতে হামলা চালাচ্ছে নগরকেন্দ্র দখলের উদ্দেশ্যে। ক্ষুধা ও ভয়ের মধ্যে মানুষদের জীবন রক্ষার জন্য ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করতে আকাশ থেকে লিফলেটও ছড়ানো হচ্ছে।
গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর আবাসিক ভবন ও জনসমাগমস্থলে বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধবিমান। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার মতো সময়ও দেওয়া হচ্ছে না।