
চীনের চারটি প্রাচীন সেচ প্রকল্পকে বিশ্ব ঐতিহ্য সেচ কাঠামোর স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সেচ ও নিষ্কাশন কমিশন।

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে কমিশনের ৭৬তম আন্তর্জাতিক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।
নতুন তালিকায় যুক্ত হয়েছে ইয়ুননান প্রদেশের ইউয়ানইয়াং হানি ধানক্ষেতের ধাপচাষ ব্যবস্থা, চিয়াংসু প্রদেশের ছিশান হ্রদ সেচ প্রকল্প, সিছুয়ান প্রদেশের চিয়ানচিয়াং বাঁধ এবং বেইজিংয়ের ইয়োংতিং বাঁধ নদীর প্রাচীন খাল সেচ ব্যবস্থা।

এর ফলে বিশ্ব ঐতিহ্য সেচ কাঠামোর তালিকায় চীনের প্রকল্পের সংখ্যা দাঁড়াল ৪২টি। বর্তমানে বিশ্বের মোট ২০০টি প্রকল্প এই তালিকায় রয়েছে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত বিশ্ব ঐতিহ্য সেচ কাঠামোর উদ্যোগের লক্ষ্য হলো ঐতিহাসিক ও বৈজ্ঞানিক গুরুত্বসম্পন্ন সেচ প্রকল্প সংরক্ষণ ও প্রচার করা।