
ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। তবে সাম্প্রতিক এক যুগে এই লড়াই প্রায় একপেশে হয়ে গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে ধারাবাহিকভাবে জয় তুলে নেওয়া ভারত এবার এশিয়া কাপেও পাকিস্তানকে সহজেই হারাল। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ভারত কার্যত নিশ্চিত করে ফেলেছে সুপার ফোর।
টসেই ভুল করে পাকিস্তান। দুবাই বা আবুধাবির মতো ভেন্যুতে টস জিতলে সাধারণত দলগুলো বোলিং নেয়। শিশিরের প্রভাবে রাতে ব্যাটিং সহজ হয়ে যায় বলে এ কৌশল কার্যকর। তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ভিন্ন পথে হাঁটেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। টস জিতে নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত, যা শুরুতেই কাল হয়ে দাঁড়ায়। প্রথম দুই ওভারেই পাকিস্তান হারায় দুই ওপেনার সাইম আইয়ূব ও মোহাম্মদ হারিসকে।
মাত্র ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে পাকিস্তান। অধিনায়ক আগা, হাসান আলী কিংবা মোহাম্মদ নওয়াজ কেউই রান তুলতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে দল থামে ১২৭ রানে। শাহিবজাদা ফারহান করেন সর্বোচ্চ ৪০ রান।
পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেন ভারতের স্পিনাররা। কুলদীপ যাদব ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট। অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট এবং বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন। এছাড়া জাসপ্রিত বুমরাহও নেন ২ উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই আগ্রাসী ভঙ্গি দেখায়। শুভমন গিল ১০ রানে আউট হলেও অভিষেক শর্মা খেলেন ১৩ বলে ৪১ রানের বিস্ফোরক ইনিংস। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা গড়েন ৫৬ রানের জুটি। তিলক আউট হন ৩১ বলে ৩১ রান করে। শেষ পর্যন্ত সূর্যকুমার ৩৭ বলে ৪৭ রান করে মেরে ম্যাচ শেষ করেন।
পাকিস্তানের হয়ে একাই ৩ উইকেট শিকার করেন পার্ট টাইম লেগ স্পিনার সাইম আইয়ূব।