
পাকিস্তানের করাচির একটি ক্যাফে এখন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে। ট্রেডমার্ক লড়াইয়ে তারা হারিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল কফি ব্র্যান্ড স্টারবাকসকে। করাচির ওই ক্যাফেটির নাম ‘সাত্তার বকশ’—যা শুধু কফির জন্য নয়, বরং তার ব্যঙ্গাত্মক ব্র্যান্ডিংয়ের জন্যও আলোচনায় আসে। সবুজ বৃত্তাকার লোগোতে গোঁফওয়ালা এক ব্যক্তির ছবি অনেকের কাছে স্টারবাকসের বিখ্যাত মৎসকন্যার প্রতীকের মজাদার রূপান্তর বলে মনে হয়েছে।
কোথা থেকে এলো ‘সাত্তার বকশ’
২০১৩ সালে পাকিস্তানের উদ্যোক্তা রিজওয়ান আহমদ ও আদনান ইউসুফ এই ক্যাফে চালু করেন। শুরু থেকেই এর নাম আর লোগো নিয়ে আলোচনা শুরু হয়। স্টারবাকসের সঙ্গে নাম ও চেহারার মিল থাকলেও প্রতিষ্ঠাতারা বলেন, তাদের উদ্দেশ্য নকল করা না, বরং সাংস্কৃতিক শিকড় থেকে উঠে আসা একধরনের ব্যঙ্গাত্মক নাম ব্যবহার করা।
অডিও স্টোরি: বাংলাদেশের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা
তাদের দাবি, ‘সাত্তার বকশ’ নামটির সঙ্গে পাকিস্তানের শত বছরের সংস্কৃতির যোগ রয়েছে। লোগোতেও তারা পার্থক্য রেখেছেন—মৎসকন্যার বদলে গোঁফওয়ালা মানুষ, ভিন্ন ফন্ট আর আলাদা সবুজের টোন। পরবর্তীতে তারা স্পষ্টভাবে ক্যাফের সাইনবোর্ডে লিখে দেন যে, এর সঙ্গে স্টারবাকসের কোনো সম্পর্ক নেই।
আলাদা মেন্যু, আলাদা স্বাদ
শুধু নাম-লোগো নয়, খাবার দিয়েও নিজেদের আলাদা পরিচিতি গড়ে তোলে ‘সাত্তার বকশ’। স্থানীয় ও আন্তর্জাতিক স্বাদের মিশেলে তৈরি করে অভিনব মেন্যু—যেখানে বার্গার, পিৎজা থেকে শুরু করে শীশাও রয়েছে। মজার বিষয়, কিছু খাবারের নামও রাখা হয়েছে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে—যেমন ‘বেশরম বার্গার’ (হাড় ছাড়া পরিবেশন করা হয়) কিংবা ‘এলওসি পিৎজা’ (ভারত-পাকিস্তান সীমান্তের মতো একপাশে নিরামিষ, অন্যপাশে আমিষ)।
আদালতের রায়: স্থানীয় ক্যাফের জয়
পাকিস্তানের ট্রেডমার্ক আইনে বলা আছে, বিশ্বখ্যাত ব্র্যান্ডকে নকল করে গ্রাহকদের বিভ্রান্ত করা যাবে না। স্টারবাকস অভিযোগ করে যে সাত্তার বকশ নিয়ম ভেঙেছে। তবে স্থানীয় ক্যাফেটির যুক্তি ছিল—এটি নকল নয়, বরং ব্যঙ্গাত্মক ব্যাখ্যা ও সাংস্কৃতিক উপস্থাপনা। তাছাড়া তাদের মেন্যুও একেবারেই আলাদা।
শেষ পর্যন্ত আদালত সাত্তার বকশের পক্ষে রায় দেয়। অর্থাৎ, তারা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে। এই রায়কে অনেকেই দেখছেন স্থানীয় সৃজনশীলতার এক বিরল জয় হিসেবে, যেখানে বৈশ্বিক জায়ান্ট ব্র্যান্ডও থামাতে পারেনি এক ক্ষুদ্র কিন্তু অভিনব উদ্যোগকে।
সূত্র: গালফ নিউজ