
নেপালের ঐতিহাসিক সিরিজ জয়
দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়লো নেপাল। শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৯০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করেছে সিরিজ জয়। আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটিই নেপালের প্রথম সিরিজ জয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো হয়নি নেপালের। ৬.৪ ওভারে মাত্র ৪৩ রানে ৩ উইকেট হারালেও আসিফ শেখ ও সন্দীপ জোরা দলকে দাঁড় করান। চতুর্থ উইকেটে দু’জনের ১০০ রানের জুটি নেপালকে বড় সংগ্রহ এনে দেয়। জোরা ৩৯ বলে ৬৩ রান করেন পাঁচ ছক্কা ও তিন চার মেরে। অপরপ্রান্তে আসিফ ৪৭ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন, যাতে ছিল আটটি চার ও দুটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে নেপাল করে ১৭৩/৬। ম্যাচসেরার পুরস্কারও ওঠে আসিফের হাতে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধসে পড়ে নেপালি বোলারদের সামনে। ১৭.১ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। মোহাম্মদ আদিল আলম নেন ৪ উইকেট, কুশল ভুর্তেল ৩টি, আর ললিত রাজবংশী, দিপেন্দ্র সিং আইরি ও করণ কেসি পান একটি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২১ রান আসে জেসন হোল্ডারের ব্যাট থেকে।
এর আগে, সিরিজের প্রথম ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছিল নেপাল। সেই জয়েই প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল তারা। আর দ্বিতীয় ম্যাচে জিতে নিশ্চিত করলো ঐতিহাসিক সিরিজ জয়।