
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা এক সময় বাংলাদেশের জন্য সহজ ম্যাচই মনে হচ্ছিল। কিন্তু এক পর্যায়ে তা পরিণত হয় দোলাচলের ম্যাচে। যদিও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
একশো একান্ন রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনারদের শতরানের জুটিতে সহজ জয়ের আভাস মিললেও মাঝের ওভারগুলোতে ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।
রিভিউ শেষ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একপর্যায়ে ম্যাচটি বাংলাদেশের হাতছাড়া হওয়ারও শঙ্কা তৈরি হয়। তবে সঙ্কট মুহূর্তে দায়িত্ব নেন নুরুল হাসান সোহান। তার সঙ্গে ক্রিজে থেকে রিশাদ হোসেন ১৮ বলে ৩৫ রানের জুটি গড়ে দলকে জয় নিশ্চিত করেন।
শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।