
বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কন্সিয়েন্সে’ অবস্থান করছেন শহিদুল আলম
গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলায় আছেন বাংলাদেশের প্রখ্যাত আলোচিত্রী ও লেখক ড. শহিদুল আলম। বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কন্সিয়েন্সে’ অবস্থান করছেন তিনি। বাংলাদেশ সময় দুপুর পৌনে একটার দিকে নিচের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি সর্বশেষ আপডেট জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, গাজার উদ্দেশ্যে যাওয়া তাদের ছোট নৌবহরটি এখনও ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা অব্যাহত রেখেছে। মূল “সুমুদ” বহর ইসরায়েলি বাহিনীর হাতে ধরা পরলেও তাদের সঙ্গে রওনা হওয়া আটটি ছোট নৌযান ও একটি বড় জাহাজ—মোট ৯টি নৌযান এখনো যাত্রা চালিয়ে যাচ্ছে এবং বড় জাহাজটি (যেটিতে শহিদুল আলম অবস্থান) বহরের অগ্রভাগে থেকে এগিয়ে যাবে।
শহিদুল আলম বলেন, আমাদের জাহাজটি ত্রাণ পৌঁছে দিতে যাচ্ছে না; আমাদের উদ্দেশ্য গাজার ওপর আরোপিত ইসরায়েলের অবৈধ অবরোধ’ ভাঙা, সাধারণ মানুষের ওপর চলমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ তোলা ও গণমাধ্যমের ওপর চলমান নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরা। ফিলিস্তিনে যাওয়ার অধিকার আমাদের আছে। আমাদের লক্ষ্য অধিকার প্রতিষ্ঠা করা। আমরা লড়াই করতে যাচ্ছি, কোনো বাঁধা মানছি না।
গতকাল গাজায় ইসরায়েলি হামলায় ফ্রান্সের ১৪জন চিকিৎসকের মৃত্যুর প্রসঙ্গে শহিদুল আলম বলেন, আমরা দেখতে চাই ফ্রান্স এ ব্যাপারে কি প্রতিক্রিয়া দেখায়। মিষ্টি কথার নিন্দায় আর কাজ হবেনা।
কন্সিয়েন্সে জাহাজে বর্তমানে ৯৬ জন আরোহী রয়েছেন; তাদের মধ্যে ৮২ জন সাংবাদিক ও চিকিৎসা পেশাজীবী, কয়েকজন সংগঠক, ফ্লোটিলা কোয়ালিশনের স্টিয়ারিং কমিটির সদস্য এবং ক্রুরা রয়েছেন।