
গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার কিছু শর্তে সম্মতি জানিয়েছে হামাস। তবে নিরস্ত্রীকরণ ও সামরিক শক্তি বিলুপ্তির মতো জটিল ইস্যুতে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেয়নি ফিলিস্তিনি সংগঠনটি।
রয়টার্সের হাতে পাওয়া এক বিবৃতির খসড়া অনুযায়ী, বন্দি মুক্তিসহ কয়েকটি বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। তবে গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাবে সম্মতি না জানিয়ে বরং তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের দাবিই পুনর্ব্যক্ত করেছে তারা।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে রোববার পর্যন্ত সময় দিয়েছিলেন পরিকল্পনার জবাব দিতে। শর্তগুলো নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আরও আলোচনায় বসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ইসরায়েল ও ওয়াশিংটনের চাওয়া সত্ত্বেও নিরস্ত্রীকরণ বিষয়ে হামাস কোনো প্রতিশ্রুতি দেয়নি। এর আগে সংগঠনটি একাধিকবার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
হামাসের এই প্রতিক্রিয়া নিয়ে হোয়াইট হাউস বা ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে শুক্রবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পরিকল্পনা মানতে ব্যর্থ হলে হামাসকে “গুরুতর পরিণতি” ভোগ করতে হবে।
সূত্র: খবর রয়টার্স