
প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় নেপালে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে বহু সেতু ভেসে গেছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র কালিদাস ধাউবোজি জানান, ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় পৃথক ভূমিধসে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় নয়জন নিখোঁজ রয়েছেন এবং বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মহাত জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সংকট মোকাবিলায় নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী সোমবার ও মঙ্গলবার সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। তবে জরুরি সেবা ও উদ্ধারকর্মীরা এ ঘোষণার আওতামুক্ত থাকবে। সরকারি মুখপাত্র রমেশ্বর ডাঙ্গাল জানান, আবহাওয়ার পূর্বাভাসে ভারী বর্ষণের আশঙ্কার কারণে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে এক ডজনের বেশি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। অধিদপ্তরের প্রধান কমল রাম জোশি সতর্ক করেছেন, নদী-নালা সংলগ্ন এলাকায় বসবাসকারীরা যেন অবিলম্বে নিরাপদ স্থানে সরে যান। স্থানীয় পত্রিকা দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সতর্কবার্তার আওতায় রাজধানী কাঠমান্ডুর কিছু অংশসহ বাগমতী, গান্দাকি, লুম্বিনী ও মধেশ প্রদেশ রয়েছে। সোমবার সকাল পর্যন্ত এসব অঞ্চলে প্রবল বর্ষণ অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে।
পরিবহন অবকাঠামোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসের কারণে কাঠমান্ডুর সঙ্গে দেশের প্রধান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।