
ই’সরায়ে’লি বাহি’নীর হাতে অপহৃত হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলম। তিনি গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জাহাজ ’কন’শানস’ এ আছেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
সেখানে শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝবেন আমরা সমুদ্রে আটক হয়েছি এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলের দখলদার বাহিনী—যে দেশটি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আহ্বান জানাচ্ছি।
এর আগে গতকাল মঙ্গলবার তিনি জানিয়েছিলেন, বর্তমানে তারা ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে আছেন—যেখানে এর আগেও ইসরায়েলি নৌবাহিনী অবৈধভাবে বিভিন্ন ফ্লোটিলা আটক করেছে। আগামীকাল বুধবার ভোর নাগাদ তাদের জাহাজ ‘রেড জোন’-এ পৌঁছে যাবেন।
সেসময় তিনি আরও জানান, তাদের যাত্রা কিছুটা বিলম্বিত হচ্ছে কারণ তারা গ্লোবাল ফ্লোটিলার অংশ থাউজ্যান্ড ম্যাডলিনস–এর ছোট ও ধীরগতি নৌযানগুলোকে সাথে নিয়ে আগাচ্ছেন।
কনশানস জাহাজে রয়েছেন মূলত সাংবাদিক ও চিকিৎসাকর্মীরা—যে দুটি পেশাজীবী গোষ্ঠীকে ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।