
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
নির্বাচন কমিশনের বর্তমান আচরণ ও গঠন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম আমাদের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ মনে হচ্ছে না। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কাজ করার কথা, কমিশন সেইভাবে কাজ করছে না।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনে পক্ষপাতমূলক আচরণ দেখা যাচ্ছে, কিছু দলের প্রতি বিমাতাসুলভ মনোভাব রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ কমিশন জরুরি। নির্বাচন সুষ্ঠু না হলে দায় সরকারের ওপর বর্তাবে। তাই আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি।”
তিনি আরও জানান, বৈঠকে জুলাই গণহত্যার বিচার, শহীদ ও আহত পরিবারের নিরাপত্তা, এবং ৮০০-র বেশি মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
নাহিদ বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে আনা হয়েছে—এটি ন্যায়বিচারের পথে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে শহীদ ও আহত পরিবারের দায়ের করা মামলাগুলো কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে স্পষ্ট রোডম্যাপ আমরা সরকারের কাছে চেয়েছি।
তিনি আরও জানান, এনসিপি এখনো ‘জুলাই সনদ’ স্বাক্ষর করেনি। শুধু কাগুজে সনদে নয়, বাস্তবায়নের নিশ্চয়তা পেলে আমরা সনদে স্বাক্ষর করব, বলেন তিনি।
এ ছাড়া জনপ্রশাসনে বদলি, কর্মকর্তাদের নিয়োগ এবং প্রশাসনে রাজনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষায়, প্রশাসনে রাজনৈতিক ভাগ-বাঁটোয়ারা হলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি কেউ এ প্রক্রিয়ায় জড়িত থাকে, তবে প্রধান উপদেষ্টার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।