
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান, এনসিপিসহ বেশ কিছু দলের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে কোন পর্যায়ে জোট দাঁড়াবে- তা এখনই নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে সঙ্গে নিয়েই প্রার্থী চূড়ান্ত হবে এবং প্রয়োজনে আসন বণ্টনেও নমনীয় হবে বিএনপি। চলতি মাসেই প্রায় ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
জাতীয় সরকারের প্রশ্নে সালাহউদ্দিন বলেন, গণতান্ত্রিক শক্তি ও যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে ঐক্যমতের সরকার গঠনের লক্ষ্য রয়েছে তাদের।
তিনি আরও আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। খালেদা জিয়ার নির্বাচন অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই।
নির্বাচনী ইশতেহারের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।