
বিএনপির নতুন কমিটি
মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং তৃণমূল পর্যায়ের যোগাযোগ জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই লক্ষ্য বাস্তবায়নে দলটি সাত সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে, যার কার্যক্রম ইতোমধ্যে দলের জাতীয় স্থায়ী কমিটির অনুমোদন পেয়েছে।
শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্য ও দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সমন্বিত উদ্যোগের সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নতুন কাঠামোয় বিভিন্ন দায়িত্বে রয়েছেন দলের একাধিক অভিজ্ঞ নেতা ও পেশাজীবী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন থাকছেন দলের মুখপাত্র বা স্পোকসপারসন হিসেবে। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ কার্যক্রম পরিচালনা করবেন সাংবাদিক সালেহ শিবলী।
টেলিভিশন ও রেডিও প্ল্যাটফর্মের সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল। তৃণমূল পর্যায়ের যোগাযোগ নেটওয়ার্কের নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
এ ছাড়া অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক দেখভাল করবেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, কনটেন্ট প্রডাকশন তত্ত্বাবধান করবেন ড. সাইমুম পারভেজ, আর রিসার্চ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করবেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ।
বিএনপি বলছে, এই উদ্যোগের লক্ষ্য হলো রাজনৈতিক বার্তা ও কার্যক্রমকে আরও সমন্বিত, আধুনিক ও জনগণের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া।