মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
বছরের চতুর্থ তাইফুন সানবার কোরিয়া অতিক্রম
প্রকাশিত - মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১২, ১১:৩৩ অপরাহ্ন

সানবায় আক্রান্ত একটি এলাকা
জিশান সরকার(ইউনহাপ অবলম্বনে) : সোমবার কোরিয়ার উপর দিয়ে বয়ে গেল বছরের চতুর্থ তাইফুন সানবা। গত পঞ্চাশ বছরে প্রথম বারের মত এই উপদ্বীপে একটি একক বছরের মধ্যে চার বার তাইফুন দ্বারা প্লাবিত হল। সানবা রোববার জাপান হয়ে সোমবার দক্ষিণ কোরিয়া অতিক্রম করে। কোরিয়ান সরকার সানবার ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। সোমবার বন্যা-প্রবণ এলাকায় বিদ্যালয় বন্ধ রাখতে বলা হয় এবং বিমানবন্দরগুলোতে অনেক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। ইনচন এয়ারপোর্ট থেকে ৭৩টি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হয়।
সানবা কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানেই বেশি আঘাত হানে। বুসানের আশেপাশে এবং খিয়ংসাংদু এর বিভিন্ন এলাকায় কিছু বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। এসব এলাকায় প্রায় ২৭হাজার বাড়ি বিদ্যুতবিহীন আছে বলেও জানান তারা। এছাড়া ১জনের মৃত্যু এবং ২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্বত্ব © বাংলা টেলিগ্রাফ
একটি ‘ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ প্রকাশনা