
এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে দেশবাসীকেও তাঁর জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নিতে আহ্বান জানানো হয়।
সভায় তাঁর বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি, বাড়তি নিরাপত্তা ও যাতায়াত সুবিধাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এসব বিবেচনায় তাঁকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়।
প্রেস উইং আরও জানায়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খালেদা জিয়ার পরিবার ও তাঁর দলের শীর্ষ নেতাদেরও অবহিত করা হয়েছে।