
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিস্থিতি একই থাকলে খুব শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েও তিনি একই মন্তব্য করেন।
এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ১০ দিন ধরে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। প্রায় ৮০ বছর বয়সী এই নেত্রী বহুদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসকেরা জানান, তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে, যা পরে আরও জটিলতা সৃষ্টি করে।
এমন প্রেক্ষাপটে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান বলে জানিয়েছেন মির্জা ফখরুল।