
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির উপযোগী সময়ে করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। বৈঠকে তিনি নির্বাচন-সংক্রান্ত আরপিও সংশোধনীকে স্বাগত জানালেও কিছু মহলের চাপ এবং আদালতকে ব্যবহার করে এ সংস্কার বাতিলের উদ্যোগের তীব্র নিন্দা জানান।
নাহিদ ইসলাম বলেন, নিবন্ধনের পর থেকে কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়েছেন। নানা চ্যালেঞ্জ পেরিয়ে এনসিপির জন্য শাপলা কলি প্রতীক বরাদ্দ হওয়ায় তিনি ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকল দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করার নিয়ম থেকে সরে না আসার জন্য ইসিকে অনুরোধও জানান তিনি।
এক বিশেষ রাজনৈতিক দল একক মার্কায় নির্বাচনের জন্য চাপ দিচ্ছে- এমন অভিযোগ তুলে এনসিপি জানায়, এই বিষয়ে ইসিকে কঠোর অবস্থান নিতে হবে।
নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাবের আশঙ্কা জানিয়ে হলফনামার তথ্য যাচাই-বাছাই এবং কালো টাকা ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি। ডিসি-এসপি বদলিতে রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও দাবি করেন এনসিপি নেতা, যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
গণভোট–সংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রচারের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, প্রচার যথাযথ না হলে জনগণ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হবে।