
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “খালেদা জিয়ার অসুস্থতার জন্য সরাসরি দায়ী শেখ হাসিনা। দেশ-বিদেশের চিকিৎসকরা তার চিকিৎসায় নিয়োজিত। বিশ্বনেতারাও তার সুস্থতা কামনা করছেন। সবার দোয়া বিফলে যাবে না—তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন।”
বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী আশা প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে শিগগিরই নেতৃত্বের আসনে ফিরবেন। “তিনি কোনোদিন দেশ, মাটি, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি। এজন্য দেশের মানুষের অগাধ ভালোবাসা তার প্রতি বহমান। সবাই আল্লাহর কাছে দোয়া করছেন তার সুস্থতার জন্য।”
৯০-এর দশকে তত্ত্বাবধায়ক সরকারের দাবির পটভূমি তুলে ধরে তিনি বলেন, “কিশোর-শিশু-তরুণদের রক্ত ঝরুক, তিনি তা চাননি; তাই ১৯৯৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেন।” রিজভীর অভিযোগ—যারা সহিংসতা ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, তারাই পরে ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে।
শেখ হাসিনার শাসনব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনা ‘আমি যাহা চাই তাই করব’—এমন রাজত্ব কায়েম করেছিলেন। সেই রাজত্বের বিরুদ্ধে জনগণের উত্তাল স্রোত তাকে এমনভাবে ধাক্কা দিয়েছে যে তিনি শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী আহ্বান জানান—জনগণের কষ্ট বাড়ায় এমন সিদ্ধান্ত না নেওয়ার। তিনি বলেন, সয়াবিন তেলের দাম হঠাৎ লিটারপ্রতি ৯ টাকা বৃদ্ধির মতো পদক্ষেপ জনগণের ওপর চাপ সৃষ্টি করবে, তা এড়িয়ে চলতে হবে।