
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার আয়োজন এবং আগামী ৭ ডিসেম্বর থেকে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলের এসকল নতুন কর্মসূচি সম্পর্কে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার আয়োজন করা হবে। ঢাকাসহ দেশের সকল মসজিদে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এতে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে সৃষ্টিকর্তার নিকট দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বের মতো অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, কিন্তু তার দৃঢ় অবস্থানকে ভাঙা যায়নি। দেশের জনগণ আজ তার সুস্থতা কামনা করে দোয়া করছেন, যাতে তিনি শীঘ্রই সুস্থ হয়ে জনগণের কাছে ফিরে আসতে পারেন।’
এছাড়া রিজভী জানিয়ে দেন যে, বিএনপি আগামী ৭ ডিসেম্বর থেকে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচিতে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।