
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৭৯ বাংলাদেশিসহ মোট ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার (৬ ডিসেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত কুয়ালালামপুর, সেলাংগর, জহুরসহ বিভিন্ন অঞ্চলে একযোগে অভিযান চালানো হয়। মালয়েশিয়ার মহাপরিদর্শকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিশেষ কমান্ডো টিম, পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ অংশ নেয়।
ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযানে মোট ১ হাজার ১১৬ জনের নথিপত্র পরীক্ষা করে ৮৪৩ জনকে আটক করা হয়, যার মধ্যে ৩৫ জন নারী। আটক ব্যক্তিদের নাগরিকত্বের তালিকায় রয়েছে, মিয়ানমারের ৬৪৭, নেপালের ১০২, বাংলাদেশের ৭৯, ইন্দোনেশিয়ার ১৫ ও ভারতের ১০ জন।
আটকদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের মধ্যে অনেকের পরিচয়পত্র নেই। কারও বিরুদ্ধে পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, অভিযানের সময় অনেকেই পালানোর চেষ্টা করলেও কঠোর নিরাপত্তার কারণে কেউই পালাতে পারেনি। আটক অভিবাসীদের প্রথমে মেডিকেল স্ক্রিনিং করা হচ্ছে এবং তারপর তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে মামলা প্রক্রিয়া শুরু হবে। যাদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম পাওয়া যাবে তাদের ডিপোর্টেশন সেন্টারে পাঠানো হবে।
মালয়েশিয়া সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে যে অবৈধ অভিবাসীদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। এরই ধারাবাহিকতায় নিয়মিতভাবে বড় ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে, এই অভিযানের খবরে মালয়েশিয়ায় থাকা বৈধ বাংলাদেশি কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়লেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে—যাদের বৈধ কাগজপত্র আছে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।