
বাংলাদেশে ডিএক্স গ্রুপ টিসিএলের একমাত্র অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করবে
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো চীনের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা প্রতিষ্ঠান টিসিএল।
বাংলাদেশে ডিএক্স গ্রুপ টিসিএলের একমাত্র অফিসিয়াল পার্টনার হিসেবে ব্র্যান্ডটির বিপণন, বিতরণ ও স্থানীয় উৎপাদনের দায়িত্ব পালন করবে।
রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে টিসিএলের বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক অভিষেক ঘটে। অনুষ্ঠানে টিসিএলের বাংলাদেশের বাজার সম্ভাবনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা তুলে ধরা হয়।
টিসিএল জানিয়েছে, বাংলাদেশে স্থানীয়ভাবে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনসহ একাধিক স্মার্ট গৃহস্থালি পণ্য উৎপাদন করা হবে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে দেশের ভোক্তাদের আরও সমৃদ্ধ অভিজ্ঞতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত চীনের এই বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড বর্তমানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। প্যানেল প্রযুক্তি, টেলিভিশন এবং এয়ার কন্ডিশনার বাজারে টিসিএল বৈশ্বিক শীর্ষস্থান ধরে রেখেছে এবং অন্যান্য স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেও দ্রুত সম্প্রসারণ করছে।