
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের আজমানে কর্মরত বাংলাদেশি কাঠমিস্ত্রি মোহাম্মদ মহিন জীবনের প্রথম চেষ্টাতেই ‘বিগ টিকিট’-এ বাজিমাত করেছেন। আবুধাবিতে ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স চলাকালে বিশেষ গেমে অংশ নিয়ে তিনি জিতেছেন আড়াই লাখ দিরহাম—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ লাখ ৩০ হাজার টাকা।
রোববার (৭ ডিসেম্বর) আবুধাবির ইয়াস মারিনা সার্কিটে বিগ টিকিট কর্তৃপক্ষের আয়োজিত বিশেষ ইভেন্টে মহিনসহ কয়েকজন নির্বাচিত অংশগ্রহণকারীকে ইয়টে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাদের ফাইনাল এফ–১ রেসে অংশ নেওয়া চালকদের মধ্য থেকে একজনের নাম বেছে নিতে বলা হয়।
পরবর্তীতে আয়োজকরা গেমের জন্য পাঁচটি নির্দিষ্ট ফিনিশিং পজিশন ঠিক করে দেন—৩, ৬, ১০, ১৩ এবং ১৮। মহিন এলোমেলোভাবে বেছে নিয়েছিলেন রেসিং বুলসের চালক লিয়াম লসনকে। সৌভাগ্যক্রমে লসন রেস শেষ করেন ১৮তম স্থানে—যা ছিল পুরস্কারের জন্য নির্ধারিত অবস্থানগুলোর একটি। আর এতেই পুরস্কার চলে আসে মহিনের ঝুলিতে।
৩০ বছর বয়সী এই প্রবাসী জানান, তিনি টিকিটটি কিনেছিলেন আরও ৭২ জনের সঙ্গে মিলে। তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি কখনো ভাবিনি জিতব। ১০ বছর ধরে গ্র্যান্ড প্রিক্স দেখি, কিন্তু এবারই প্রথম বিগ টিকিট কিনলাম, আর প্রথম চেষ্টাতেই জিতে গেলাম।”
মহিন আরও জানান, এই অর্জন তাকে ভবিষ্যতেও ভাগ্য পরীক্ষা করতে অনুপ্রাণিত করবে। “বিগ টিকিট কিনে যাব। ইয়াস মারিনা সার্কিটে এমন অভিজ্ঞতা—ফর্মুলা ওয়ান রেস সরাসরি দেখা—আমি কখনো কল্পনাও করিনি,” বলেন তিনি।