
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকাসহ চারটি প্রতীক বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানায়, যেসব দলের নিবন্ধন স্থগিত বা বাতিল আছে, তাদের প্রতীক চূড়ান্ত পোস্টাল ব্যালটে রাখা হবে না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “চূড়ান্ত পোস্টাল ব্যালটে কোনো নিষিদ্ধ বা স্থগিত দলের প্রতীক থাকবে না।”
ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে প্রতীকের মোট সংখ্যা ১১৯টি হলেও পোস্টাল ব্যালটে থাকবে ১১৫টি প্রতীক। নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের (নৌকা) সঙ্গে নিবন্ধন বাতিল হওয়া ফ্রিডম পার্টি (কুড়াল), ঐকবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি) ও পিডিপির (বাঘ) প্রতীকও থাকবে না পোস্টাল ব্যালটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, তফসিল ঘোষণার ভাষণের সবকিছু চূড়ান্ত। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।
বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫টি। দাবি-আপত্তি নিষ্পত্তির পর আরও দুটি দল যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে ৫৭-এ। ২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয় এবং সেই থেকে এখন পর্যন্ত মোট ৫৯টি দল নিবন্ধন পেয়েছে।