
ইতালি থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার প্রক্রিয়ায় এগোচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যেই বাংলাদেশ বিমানবাহিনী ইতালীয় প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ–এর সঙ্গে একটি আগ্রহপত্র (এলওআই) সই করেছে।
মঙ্গলবার বিমানবাহিনীর সদরদপ্তরে অনুষ্ঠেয় সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। দুই দেশের সামরিক ও প্রযুক্তিগত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এই LOI অনুযায়ী বিমানবাহিনীর জন্য বহুমুখী সক্ষমতার মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট-এমআরসিএ শ্রেণির ইউরোফাইটার টাইফুন সরবরাহ করবে লিওনার্দো। দুই ইঞ্জিনবিশিষ্ট এই সুপারসনিক যুদ্ধবিমান ৫৫ হাজার ফুট পর্যন্ত উড়তে সক্ষম এবং ইতালি, জার্মানি, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের বহরে বর্তমানে ব্যবহৃত।
ইউরোফাইটার তৈরিতে যুক্ত রয়েছে ইতালি, যুক্তরাজ্য, জার্মানি ও স্পেনের কনসোর্টিয়াম ইউরোফাইটার।
অন্যদিকে বাণিজ্যিক উড়োজাহাজ ক্রয় নিয়ে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় পড়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের প্রভাব এড়াতে সরকার বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত জানায়। একই সময়ে ফ্রান্সভিত্তিক এয়ারবাসও বাংলাদেশ এয়ারলাইন্সকে উড়োজাহাজ বিক্রির জন্য চাপ বাড়িয়েছে। গত জুনে যুক্তরাজ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এয়ারবাসের শীর্ষ কর্মকর্তার বৈঠকের পর বিষয়টি আরও আলোচনায় আসে।