
প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে নিশ্চিত করেন প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ গ্রহণের সময় প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন বলেও জানান তিনি।
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিয়ে পদত্যাগপত্র জমা দেন মাহফুজ ও আসিফ। উপদেষ্টা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আর আসিফ মাহমুদ দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়- এলজিআরডি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।
জানা যায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই উপদেষ্টাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা অতিরিক্ত সময় চান। মাহফুজ আলম সরকারের মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালনের আগ্রহও প্রকাশ করেছিলেন এবং সে ক্ষেত্রে নির্বাচনে অংশ নেবেন না বলেও জানিয়েছিলেন।