
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন কমিশন ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই আগারগাঁওয়ের পুরো এলাকা ঘিরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। গতকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হলেও আজ তা আরও ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।
সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার ঘোষণার আগে ও পরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ভবনটির চারপাশে ব্যারিকেড বসানো, প্রবেশপথে তল্লাশি এবং আইন–শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচলেও সীমাবদ্ধতা দেখা গেছে।
তফসিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন–জমা–প্রত্যাহারের সময়সূচি, প্রার্থীদের আচরণবিধি এবং ভোটারদের জন্য করণীয়সহ গুরুত্বপূর্ণ নির্দেশিকা তুলে ধরা হবে।