
বাংলাদেশ নারী ফুটবল দল
ফিফার সর্বশেষ প্রকাশিত নারী ফুটবলের বিশ্ব র্যাংকিংয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চার মাস আগেই ইতিহাস গড়ে টানা উন্নতির মাধ্যমে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠেছিল মারিয়া–স্বপ্নার দল। তবে নতুন হালনাগাদে লাল-সবুজ প্রতিনিধিরা নেমে গেছে ১১২ নম্বরে, অর্থাৎ তারা পিছিয়েছে মোট ৮ ধাপ।
অবনমনটি খুব একটা অস্বাভাবিক নয়। সাম্প্রতিক দুটি ফিফা উইন্ডোতে বাংলাদেশ চারটি ম্যাচ খেললেও জয়ের মুখ দেখেনি দল।
অক্টোবরে থাইল্যান্ড সফরে প্রথম ম্যাচে ৩-০ এবং পরের ম্যাচে ৫-১ ব্যবধানে হার দলটির রেটিংয়ে প্রভাব ফেলে। এরপর নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টেও জয় আসেনি। মালয়েশিয়ার বিপক্ষে ১-০ তে হার এবং আজারবাইজানের বিপক্ষে লড়াই করেও ২-১ ব্যবধানে হারের ফলে মোট ১২ রেটিং পয়েন্ট কমেছে।
এদিকে সামনে অপেক্ষায় আরও কঠিন পরীক্ষা। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসছে নারী এশিয়ান কাপের মূল পর্ব, যেখানে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ তিন দলই শক্তিশালী—উত্তর কোরিয়া (র্যাংক ৯), উজবেকিস্তান (৪৯) ও রেকর্ডধারী চীন (১৭)।
এই চ্যালেঞ্জিং গ্রুপে নিজেদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কোচ পিটার বাটলারকে দ্রুত দল পুনর্গঠনে কাজ করতে হবে। সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে নতুন উদ্যমে টুর্নামেন্টে নামাই এখন প্রধান লক্ষ্য।