
রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেড নির্মিত একটি ফ্ল্যাট বিনা মূল্যে দখলের অভিযোগে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দু’জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে এ অনুমোদন দেওয়া হয়।
দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর শিগগিরই অভিযোগপত্র আদালতে জমা দেবেন বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
অভিযোগপত্রে টিউলিপ সিদ্দিকের সঙ্গে আসামি করা হয়েছে রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে। তবে মারা যাওয়ায় বাদ পড়েছেন ইস্টার্ন হাউজিংয়ের মালিক জহুরুল ইসলাম ও রাজউকের সাবেক আইন উপদেষ্টা প্রয়াত ড. মোহাম্মদ সেলিম।
দুদকের তদন্তে উঠে এসেছে- রাজউকের দীর্ঘমেয়াদি লিজভুক্ত প্লটটি হস্তান্তরযোগ্য না জেনেও টিউলিপ সিদ্দিক রাজউক কর্মকর্তাদের প্রভাবিত করে ইস্টার্ন হাউজিংকে ফ্ল্যাট নির্মাণ ও বিক্রির অনুমোদন করান। পরবর্তীতে ওই ভবনের ১১এ–১১বি নম্বর ফ্ল্যাটটি কোনো অর্থ না দিয়েই ভোগদখলে নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, অবৈধ সুবিধা গ্রহণ ও ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে মামলা চলবে। তবে এজাহারভুক্ত দ্বিতীয় আসামি শাহ খসরুজ্জামানের মামলাটি হাইকোর্টে স্থগিত থাকায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল স্থগিত রয়েছে।
টিউলিপ সিদ্দিকের আয়কর নথি পর্যালোচনায় দেখা গেছে- দীর্ঘ কয়েক বছর তিনি ফ্ল্যাটটির মালিকানা কর নথিতে উল্লেখ করেননি এবং অগ্রিম ৫ লাখ টাকা দেওয়ার তথ্যও অসত্য প্রমাণিত হয়েছে। তিনি পরে ফ্ল্যাটটি বোনকে হেবা দেওয়ার দাবি করলেও তদন্তে সংশ্লিষ্ট দলিলটি জাল বলে ধরা পড়ে।