
ফাইল ছবি
রাজধানী ঢাকায় শীত আরও জেঁকে বসেছে। গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। সকাল থেকেই শহরজুড়ে অনুভূত হচ্ছে বাড়তি শীতের দাপট। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা।
সকাল ৬টার দিকে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। ঠান্ডা বাতাসের প্রবাহে ভোর এবং সকালের সময় শীত আরও বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ সারাদিন পরিষ্কার থাকতে পারে। বৃষ্টি বা মেঘলা হওয়ার সম্ভাবনা নেই, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পাশাপাশি উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে শীতল বাতাস বয়ে যেতে পারে, যা শরীরে শীতের অনুভূতি আরও বাড়াবে।
তবে দিনের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না হয়ে প্রায় একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীত বাড়ার এ প্রবণতা চলতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তারা।