
ছয় টন পর্যন্ত পে-লোড বহন করতে সক্ষম এটি
পরীক্ষামূলক সফল উড্ডয়ন সম্পন্ন করেছে চীনের তৈরি বড় আকারের ড্রোন ‘চিউথিয়ান’। বৃহস্পতিবার উড্ডয়নটি সম্পন্ন হয়।
১৬ দশমিক ৩৫ মিটার লম্বা এবং ২৫ মিটার উইংসপ্যানের এই ড্রোনের সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১৬ টন। ছয় টন পর্যন্ত পে-লোড বহন করতে সক্ষম এটি। চিউথিয়ান টানা ১২ ঘণ্টা আকাশে উড়তে পারে এবং একনাগাড়ে যেতে পারে সাত হাজার কিলোমিটার।
ড্রোনটি তৈরি করেছে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিক)। তারা জানায়, বিস্তৃত গতিসীমা এবং স্বল্প দূরত্বে টেকঅফ-ল্যান্ডিং সুবিধার কারণে ড্রোনটি বিভিন্ন বেসামরিক কাজে ব্যবহার করা যাবে।
মডুলার পে-লোড সিস্টেমের মাধ্যমে দূরবর্তী অঞ্চলে ভারী মালামাল পৌঁছে দিতে পারবে চিউথিয়ান। এ ছাড়া জরুরি যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূ-সমীক্ষা এবং মানচিত্রের কাজসহ নানা মিশনও পরিচালনা করতে পারবে।