
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পর আহত অবস্থায় ওসমান বিন হাদীকে ঢামেকে আনা হয়।
আজ দুপুরে বিজয়নগর এলাকায় প্রচারণার সময় মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে তার সহকর্মীরা দাবি করেছেন।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “শুনেছি তিনি বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। আমরা এখনও নিশ্চিত নই। টিম পাঠানো হয়েছে, নিশ্চিত তথ্য পেলে বিস্তারিত জানানো হবে।”
হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানান, তাঁর চিকিৎসায় জরুরি ভিত্তিতে বি নেগেটিভ রক্তের প্রয়োজন। তারা আরও দাবি করেন, হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।
গত নভেম্বরে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে মৃত্যু, ঘরবাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং মা-বোন–স্ত্রীকে ধর্ষণের ভয়ভীতি পেয়েছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন ওসমান হাদি। সে সময় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, আর পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।