
সিরিজ জয়ের পর ট্রফিসহ ফ্রেমবন্দি বাংলাদেশের খেলোয়াড়রা। ছবি: বিসিবি
ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের তরুণরা।
১৮০ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ১ রানে বিদায় নেন ওপেনার নাঈম। তবে পরিস্থিতি সামাল দেন কাওসার ও জারিফ সিয়াম। এই জুটি দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন মূল্যবান ৬৮ রানের পার্টনারশিপ। দলীয় ৭০ রানে কাওসার (৩০) এবং ঠিক এক রানের ব্যবধানে জারিফ (৫১) বিদায় নিলে আবারও চাপ তৈরি হয়।
এ অবস্থায় দৃঢ়তা দেখান আদৃত। তার ৫৪ রানের ইনিংস জয়কে সহজ করে তোলে। তবে শেষ পর্যন্ত তিনি জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও ৩৩ রানের শান্ত ইনিংস খেলা আকাশ নিশ্চিত করেন দলের বিজয়। সঙ্গী হিসেবে ছিলেন জুনাঈদ, যিনি করেন ৩ রান। শ্রীলঙ্কার হয়ে মেন্ডিস নেন সর্বোচ্চ ২ উইকেট।
এর আগে বাংলাদেশের বোলারদের ধারালো আক্রমণে ১৭৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন আকাশ, যিনি ইনিংসে নেন সর্বোচ্চ ৪ উইকেট। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কাকে প্রতিযোগিতামূলক স্কোর এনে দেন সানুল। তিনি খেলেন ৬৬ রানের লড়াকু ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে মাতিশার ব্যাট থেকে।
শেষ পর্যন্ত ব্যাট-বল দুই বিভাগেই শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থেকে প্রাপ্য জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ঘরের মাঠের এই সিরিজ জয় তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।