
রাত ৮টা ১৫ মিনিটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়
পাঁচ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ার মধ্য দিয়ে সেবা পুনরায় চালু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ–প্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি মেট্রোরেল চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি–বিধিমালা’ প্রণয়ন ও প্রকাশের দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বেলা ৩টা থেকে ডিএমটিসিএলের কর্মকর্তা–কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন। উত্তরা দিয়াবাড়িতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন।
আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদকে ফেরত আসতে হয়। পরে ক্ষুব্ধ কর্মীরা তাকে তার কক্ষেই আটকে রাখেন এবং অনেকেই কক্ষের সামনে অবস্থান নেন।
দীর্ঘ টানাপোড়েনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রাত ৮টা ১৫ মিনিটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।