
এ সময় তিনি হাদির পরিবারকে যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন
সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে তিনি হাদীর ছোট ভাই ওমর ও তার বোনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজ-খবর নেন। এ সময় তিনি হাদির পরিবারকে যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডা. আমানুল্লাহ আমান।