
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় জানান, ‘জমেলা টাওয়ার’ নামে ওই ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে প্রথমে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ১২টি ইউনিট কাজ করছে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ভবনটি ৯তলা এবং সেখানে কাপড় ও বৈদ্যুতিক তারের গোডাউন ছিল। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।